বিএনপির পক্ষে ইয়াসিন ফেরদৌস মুরাদের ধামরাই উন্নয়নের আশ্বাস

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে একটি স্বাধীন মিডিয়া কমিশন গঠন, মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের চাকরির সুযোগ, এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ধামরাই পৌর শহরের যাত্রাবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ জলিল, ধামরাই থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা এবং ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি ইবাদুল হক জাহিদসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বর্তমান সরকারের দুর্নীতি, দমন-পীড়ন এবং যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
১৪৩ বার পড়া হয়েছে