বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোটচাঁদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
বৃহস্পতিবার সকাল থেকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই ক্যাম্প পরিচালিত হয়। এতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয় স্থানীয় অসহায় ও দরিদ্র জনগণের মাঝে।
ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
ক্যাম্পে বিভিন্ন হাসপাতালের চারজন চিকিৎসক অংশগ্রহণ করেন। শহরের বিভিন্ন এলাকার প্রায় ৫০০ জন রোগী এদিন বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান। সেবাপ্রাপ্ত অনেকে জানান, এ ধরনের উদ্যোগ হতদরিদ্র মানুষের জন্য খুবই সহায়ক এবং সময়োপযোগী।দরিদ্র জনগণ
১৬১ বার পড়া হয়েছে