সর্বশেষ

সারাদেশ

ড্রাগন বাগানের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের কোটচাঁদপুরে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক তার বসানোর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদত হোসেন (৫০) নামের এক কৃষক এবং তার গরুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক কৃষক ইকতার হোসেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার তালসার গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহাদত হোসেন ওই গ্রামের মৃত আমীর আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি ড্রাগন ফলের বাগানে শিয়াল প্রবেশ রোধে জমির চারপাশে বৈদ্যুতিক তার স্থাপন করেন মালিক আজিজুল হক। সকালে শাহাদত হোসেন নিজ জমিতে চাষের জন্য সহকর্মী ইকতার হোসেনকে সঙ্গে নিয়ে মাঠে যান। কাজের একপর্যায়ে গরুর পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে গেলে গরুটি মাটিতে পড়ে যায়। তখন শাহাদত ও ইকতার গরুটি তুলতে গেলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনাস্থলেই শাহাদত হোসেন ও গরুটির মৃত্যু হয়। আহত ইকতার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন