সর্বশেষ

বিনোদন

আবারও আইসিইউতে ফরিদা পারভীন, অবস্থা সংকটাপন্ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশিষ্ট লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে আবারও রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

গত তিন দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থবোধ করলে ফরিদা পারভীন কয়েকবার বমি করেন। এরপর তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ জটিল।

চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই কিডনির জটিলতা ছাড়াও ফুসফুসের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েড সমস্যায় ভুগছেন এই প্রখ্যাত সংগীতশিল্পী। এসব সমস্যার কারণে তার চিকিৎসা জটিল হয়ে উঠেছে।

সংস্কৃতি মন্ত্রণালয় ও কয়েকজন উপদেষ্টা ফরিদা পারভীনের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত মাসেও তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও, এবার আবারো গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন