সর্বশেষ

আন্তর্জাতিক

পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় ১৫ মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পর্তুগালের রাজধানী লিসবনের কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক এলিভাদোর গ্লোরিয়া ফানিকুলার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দুর্ঘটনাটি ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৬টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফানিকুলারটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে নিচের দিকে নামতে থাকে এবং শেষমেশ একটি আবাসিক ভবনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। প্রচণ্ড আঘাতে কাঠের তৈরি ক্যাবল রেলটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো। আহতদের দ্রুত উদ্ধার করে লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন এক গর্ভবতী নারী ও তার শিশু সন্তান। তাদের যথাক্রমে মেটারনিটি হাসপাতাল এবং দোনা এস্টেফানিয়া শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহতদের মধ্যে পর্তুগিজসহ একাধিক বিদেশি নাগরিক রয়েছেন। তবে এখন পর্যন্ত বিদেশি নাগরিকদের পরিচয় প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার প্রেক্ষিতে পর্তুগালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন এবং আজ বৃহস্পতিবার দেশজুড়ে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি, লিসবন সিটি কর্পোরেশন রাজধানীতে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে।

লিসবনের মেয়র কার্লোস মোয়েদা এক বিবৃতিতে বলেন, "আমাদের প্রিয় শহরে এমন একটি হৃদয়বিদারক ঘটনা আগে কখনো ঘটেনি। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানাচ্ছি। এই দুঃসময়ে আমরা তাদের পাশে রয়েছি।"

প্রায় ১৪০ বছরের পুরনো এলিভাদোর গ্লোরিয়া ফানিকুলারটি ১৮৮৫ সাল থেকে যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে। এটি লিসবনের রেস্তোরাদোরেস স্কয়ার থেকে বাইরো আলতো এলাকার মধ্যে চলাচল করে। লিসবন শহরটি সাতটি পাহাড়ের ওপর অবস্থিত হওয়ায় শহরের বিভিন্ন অংশে এ ধরনের ক্যাবল রেল ব্যবস্থা চালু রয়েছে। তবে এই দুর্ঘটনার পর সব ধরনের ফানিকুলার পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানা না গেলেও তদন্ত শুরু করেছে পর্তুগিজ পরিবহন কর্তৃপক্ষ।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন