সর্বশেষ

শিক্ষা

ডাকসু নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে: ভিপি কাদের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ভিপি পদপ্রার্থী আবদুল কাদের।

তিনি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

আবদুল কাদের বলেন,
“১৯৭৩ সালের ডাকসু নির্বাচনের মতো এবারও একটি বিশেষ মহল নির্বাচনী পরিবেশ নষ্ট করে ডাকসুকে বানচালের চেষ্টা করছে। তবে আদালতের রায়ের মাধ্যমে নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা এ রায়কে স্বাগত জানাই।”
তিনি আরও অভিযোগ করেন, ভোটের আগে ও পরে ৯ দিনের ছুটি ঘোষণার পেছনে সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে।

“এই দীর্ঘ ছুটি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ কমিয়ে বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চক্রান্ত হচ্ছে,” — বলেন তিনি।
এ সময় প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন,

“বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করুক। এ কারণেই ভোটকেন্দ্রগুলো হল থেকে দূরে নির্ধারণ করা হয়েছে। আমরা এর পুনর্বিন্যাস দাবি করছি।”

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন