সর্বশেষ

জাতীয়

কুড়িলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর কুড়িলে বকেয়া বেতন ও ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

এতে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলের উভয়মুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুড়িল বিশ্বরোডে অবস্থিত ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে তাদের বেতন ও ভাতা বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও সমস্যা সমাধান হয়নি।

ঘটনার পরপরই গুলশান ট্রাফিক বিভাগ ফেসবুক পোস্টের মাধ্যমে নগরবাসীকে সড়ক অবরোধ ও যানজট সম্পর্কে সতর্ক করে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেয়।

বিকল্প রুট হিসেবে যেগুলো ব্যবহার করা যেতে পারে:

 

১. খিলক্ষেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী ও বনানীর দিকে যাতায়াত।
২. রামপুরা থেকে কুড়িলমুখী যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১, গুলশান-২ হয়ে উত্তরা অভিমুখে যেতে পারবে।
৩. রামপুরা থেকে নতুনবাজার হয়ে গুলশান-২ দিয়ে উত্তরাঞ্চলে যাওয়া যাবে।
৪. কুড়িলগামী যানবাহনগুলো তেজগাঁও, মহাখালী বা আমতলী হয়ে বিকল্প পথে গন্তব্যে যেতে পারবে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটে চলাচলকারী সব ধরনের যানবাহন কার্যত স্থবির হয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, শ্রমিকদের দাবি মেনে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন