সর্বশেষ

সারাদেশ

নড়াইলে অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মিলেছে

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মিলেছে।

নিহতের নাম মুন্নি খানম (২০)। তিনি নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামের প্রবাসী শিমুল মিনার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের পেছনের ডোবায় কচুড়িপানার নিচ থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় দুই বছর আগে মুন্নির বিয়ে হয় খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয় হাসানের সঙ্গে। গত ২৯ আগস্ট (শুক্রবার) সকালে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি নলামারা গ্রামে বেড়াতে আসেন তিনি। ওইদিন রাতেই বাড়ির উঠান থেকে নিখোঁজ হন মুন্নি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ১ সেপ্টেম্বর (সোমবার) নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা।

এরপর নিখোঁজের তিনদিন পর স্থানীয়রা ডোবায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাতেই পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন