হাতিরঝিলে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইনসহ মো. উজ্জল আলী (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাত ৩টা ৫ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি মতিঝিল বিভাগের একটি দল। অভিযানে সন্দেহজনকভাবে অবস্থান করা উজ্জল আলীকে আটক করা হয়। পরে তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে হেরোইনের বড় একটি চালান উদ্ধার করা হয়।
ডিবি’র প্রাথমিক তদন্তে জানা গেছে, উজ্জল আলী একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া উজ্জলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক সংশ্লিষ্ট ১৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিবি মতিঝিল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
১৪৪ বার পড়া হয়েছে