সর্বশেষ

রাজনীতি

ফ্যাসিবাদের সমর্থকদের আইনের আওতায় আনা প্রয়োজন: রিজভী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা ফ্যাসিবাদকে সমর্থন করেছে এবং ফ্যাসিবাদের বয়ানে সুর মিলিয়েছে, তাদেরকেও অবশ্যই আইনের আওতায় আনা উচিত।

জনগণ তাদের বিচার দেখতে চায় বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা প্রত্যেকেই নির্যাতিত। সর্বনিম্ন পাঁচ শতাধিক মামলা আমাদের বিরুদ্ধে রয়েছে। আমরা আক্রান্ত হলেও কাউকে লাঞ্ছিত হতে দিতে চাই না। কিন্তু ফ্যাসিবাদের পক্ষে যারা দাঁড়িয়েছে, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।”

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর একটি বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, “জাতীয় পার্টির মহাসচিব বলছেন, বিএনপি তাদের দায় নিতে হবে। কিন্তু বিএনপি তো ক্ষমতায় নেই, অবাধ ও সুষ্ঠু নির্বাচনও হয়নি। তাহলে এই দায়বোধ কোথা থেকে?”

তিনি আরও বলেন, “নুরুল হক নুরের ওপর আক্রমণ হয়েছে। সেই হামলাকারী লাল শার্ট পরা লোকটি কে? গণতন্ত্রে সবার মত প্রকাশ করার অধিকার আছে, কিন্তু আক্রমণ করা যায় না।”

রিজভী বলেন, “২০১৪ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার ছিল না, কুকুর, বিড়াল ও গরু ঘুরছিল। তখনও জাতীয় পার্টি নির্বাচন করেছিল। ২০১৮ সালে বিএনপির প্রার্থীদের গ্রেপ্তার করা হয়েছে, অথচ জাতীয় পার্টি কী করেছিল?”

তিনি অভিযোগ করেন, “২০২৪ সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গিয়েছিলেন এবং বলেছিলেন, ভারত ছাড়া কিছু বলা সম্ভব নয়। তাহলে জাতীয় পার্টি কি বাংলাদেশের রাজনৈতিক দল নাকি অন্য কারো?”

রিজভী বলেন, “বিএনপি কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করে না। রাজনীতি করতে হলে আইন মেনে চলতে হবে। আমরা কখনো অসাংবিধানিক কর্মকা-ই করি না।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ফ্যাসিবাদকে যারা রক্ষা করেছে, যারা কোটি কোটি টাকা পাচারের সুযোগ করে দিয়েছে, তাদের মধ্যে একটি হলো জাতীয় পার্টি। ২০০৮-২০০৯ সালে ক্ষমতায় আসার পরও বিএনপি নির্যাতনের বিরুদ্ধে রয়েছে।”

রিজভী বলেন, “আমরা প্রত্যেকে নির্যাতিত, হাজার হাজার মামলা রয়েছে। তবে ফ্যাসিবাদের সমর্থকরা আইনের আওতায় আসা দরকার, জনগণ তাদের বিচার দেখতে চায়।”

আলোচনা সভায় উত্তরাঞ্চল ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান রুমন সভাপতিত্ব করেন। এছাড়াও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরীসহ অন্য অনেক নেতারা উপস্থিত ছিলেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন