আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়ালো

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
আফগানিস্তানে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। ধসে পড়া ভবন ও অন্যান্য স্থাপনার নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছে।
দুর্গম ও পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধারকাজ অনেকটাই ব্যাহত হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা কামনা করেছে।
২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর দেশটিতে আন্তর্জাতিক সহায়তা প্রায় বন্ধ হয়ে গেছে। আর্থিক সংকট বেড়ে যাওয়ার পাশাপাশি নারীদের শিক্ষায় নিষেধাজ্ঞার মতো কঠোর নীতির কারণে অনেক আন্তর্জাতিক সংস্থা মানবিক সহায়তা প্রদান থেকে সরে এসেছে।
‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চলছিল। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে। মাত্র ৬ মাইল গভীরে ঘটানো এই ভূমিকম্পে ঘরবাড়িসহ অনেক স্থাপনা ভেঙে গেছে।
আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু দুর্গম এলাকায় গত ২৪ ঘণ্টায়ও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সারাফাত জামান বলেন, “আমাদের এই দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার তীব্র প্রয়োজন। বহু মানুষ তাদের প্রাণ ও ঘরবাড়ি হারিয়েছে।”
আফগান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ জানিয়েছেন, আহতের সংখ্যা ইতিমধ্যেই তিন হাজার ছাড়িয়েছে।
সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, রোববারের এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব দীর্ঘদিন দেশের উপরে বিরাজ করবে। কুনার প্রদেশের তিনটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়েছে, যেখানে মাত্র এক প্রদেশেই নিহতের সংখ্যা ছয়শোর বেশি।
কুনারের নুরগাল জেলার ঘাজি আবাদ গ্রামে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া বাসিন্দারা এখনও উদ্ধার করা হচ্ছে। যারা বেঁচে আছেন, তারা ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়াদের উদ্ধার করতে কাজ করছেন।
স্থানীয় এক বাসিন্দা আবদুল্লাহ বলেন, “গ্রামের কোনো বাড়িই টিকে নেই। এমন ভয়াবহ দুর্যোগ আমাদের শেখাচ্ছে, জীবনের কোনো নিশ্চয়তা নেই।”
১২৪ বার পড়া হয়েছে