বরগুনায় বিএনপি কার্যালয়ে হামলা: ১২ আইনজীবী কারাগারে

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বরগুনায় জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামীপন্থি ১২ জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে তারা জেলা ও দায়রা জজ মো. সাইফুল রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
কারাগারে যাওয়া আইনজীবীরা হলেন:
মাহবুবুল বারি আসলাম, মজিবুর রহমান, এম মজিবুল হক কিসলু, হুমায়ুন কবির, হুমায়ুন কবির পল্টু, সাইমুল ইসলাম রাব্বি, জুনায়েদ জুয়েল, আমিনুল ইসলাম মিলন, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মোল্লা, ইমরান হোসেন ও আব্দুর রহমান জুয়েল।
কী ঘটেছিল?
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানের পর আওয়ামীপন্থি আইনজীবীরা লোহার রড ও জিআই পাইপসহ মিছিল করে বিএনপি কার্যালয়ে হামলা চালান। হামলার সময় অফিসের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রীসহ গুরুত্বপূর্ণ মালামাল ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে নষ্ট করা হয়।
ঘটনার প্রায় এক মাস পর, ৩০ এপ্রিল রাতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নইমুল ইসলাম বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিন সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ১৫৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
রাষ্ট্রপক্ষের বক্তব্য
জেলা পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট নুরুল আমিন জানান, “ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এজাহারনামীয় আসামিরা মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
১১৩ বার পড়া হয়েছে