সর্বশেষ

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫৫ শিক্ষার্থী পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে স্নাতক শেষ করা তিনটি শিক্ষাবর্ষের ৫৫ জন কৃতী শিক্ষার্থী ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

২০১৭–১৮, ২০১৮–১৯ এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষে একাডেমিক কৃতিত্বের জন্য শিক্ষার্থীদেরকে এই সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে দেওয়া হয় নগদ ১০ হাজার টাকা ও একটি সম্মাননাপত্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী, কুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান।

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. সরওয়ার উদ্দিন বলেন, “এই বৃত্তি কেবল স্বীকৃতি নয়, এটি সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা। তোমাদের উচিত হবে জ্ঞানীদের জীবন থেকে শিক্ষা নেওয়া ও নৈতিক আদর্শ অনুসরণ করা।”

জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “চিন্তার গণ্ডি সীমাবদ্ধ রাখবে না। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও তোমাদের অবদান রাখতে হবে। জিপিএ নয়, প্রকৃত জ্ঞান অর্জনই হবে লক্ষ্য।”

কুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের সীমানা পেরিয়ে তোমাদের সাফল্য সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক—এই আমাদের প্রত্যাশা। সত্য ও ন্যায়ের পথে থেকো সবসময়।”

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক হায়দার আলী বলেন, “আজকের এ স্বীকৃতি তোমাদের পরিশ্রমের ফল। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।”

উল্লেখযোগ্যভাবে, চলতি মাসেই কুবি কর্তৃপক্ষ মেধাবী, অসচ্ছল ও ক্রীড়া ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবে বলে জানিয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন