ডোবা থেকে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতী উপজেলার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বিদ্যালয়ের পেছনের ডোবায় দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন সেখানে গিয়ে কচুরিপানার নিচে একটি মরদেহ দেখতে পান। পরে তারা নড়াগাতী থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, মরদেহটি একজন কিশোরীর, বয়স আনুমানিক ১৪ থেকে ১৬ বছর। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
১৩২ বার পড়া হয়েছে