সর্বশেষ

জাতীয়

নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার: ডিবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু করে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত ধারাবাহিক অভিযানে এসব গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ততা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে ডিবি জানিয়েছে।

গ্রেফতারকৃতদের নাম ও পদবির তালিকা নিম্নরূপ:

১. শহিদুল ইসলাম (৫২) — শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি
২. রাহাত আল ইমতিয়াজ (২৮) — ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক
৩. ফাতেমা আলম (৪৫) — রমনা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
৪. মো. আনোয়ার হোসেন (৫৪) — যুবলীগ, নিলখী ইউনিয়ন, শিবচর, মাদারীপুর
৫. আবদুল্লাহ সিকদার (৪৫) — খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রামু, কক্সবাজার
৬. মো. আব্দুল্লাহ (৩১) — উপ-ধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ
৭. ইসা আহমেদ (২৩) — কেআইবি ও শী-শেল ইউনিট আওয়ামী লীগের ওবিটি ও এসটিএম সদস্য
৮. আব্দুর রাজ্জাক (৪৩) — ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোহাম্মদপুর
৯. মো. এরশাদুল কবির আবিদ (৪২) — আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য

গ্রেফতারের সময় ও স্থান অনুযায়ী বিস্তারিত:

শহিদুল ইসলাম: ১ সেপ্টেম্বর, রাত ৭:৩০ মিনিট, মতিঝিলের ফকিরাপুল এলাকা থেকে
রাহাত আল ইমতিয়াজ: রাত ৮:০০ মিনিট, ধানমন্ডি থেকে
ফাতেমা আলম: রাত ৯:০০ মিনিট, রমনা থেকে
আনোয়ার হোসেন: রাত ১১:১৫ মিনিট, খিলগাঁও তালতলা থেকে
আবদুল্লাহ সিকদার: রাত ১১:৪৫ মিনিট, শান্তিনগর থেকে
মো. আব্দুল্লাহ: রাত ১১:৫৫ মিনিট, যাত্রাবাড়ী থেকে
ইসা আহমেদ: ২ সেপ্টেম্বর, রাত ২:০০ মিনিট, ঝিগাতলা, ধানমন্ডি থেকে
আব্দুর রাজ্জাক: রাত ১২:৫৫ মিনিট, পূর্ব রায়েরবাজার, হাজারীবাগ থেকে
এরশাদুল কবির আবিদ: ভোর ৫:১৫ মিনিট, মালিবাগ থেকে গ্রেফতার করা হয়েছে।

 

ডিবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো তদন্তাধীন।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন