বিসিবি নির্বাচন: অংশ নিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
পূর্বে নির্বাচন না করার ইঙ্গিত দিলেও এবার পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, "আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও অবদান রাখতে চাই। ইনশাআল্লাহ, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে একটি সুষ্ঠু নির্বাচন। এখানে সরাসরি সভাপতি নির্বাচিত হন না, নির্বাচিত হন পরিচালকরা। আমি সেই প্রক্রিয়ায় যুক্ত থাকার চেষ্টা করবো।"
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড পরিচালকেরা নির্বাচিত হন তিনটি ক্যাটাগরিতে: ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধিদের মধ্য থেকে ১ জন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন আরও ২ জন পরিচালক।
সবমিলিয়ে মোট ২৫ জন পরিচালকের ভোটে পরবর্তীতে বিসিবির সভাপতি নির্বাচিত হন।
বুলবুলের এই সিদ্ধান্তে নির্বাচনে নতুন মাত্রা যোগ হবে বলে ধারণা করছেন ক্রীড়া বিশ্লেষকরা।
১২৮ বার পড়া হয়েছে