নীলফামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৮

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে হাবিব ইসলাম (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হাবিব ইসলাম নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকার বাসিন্দা দুলাল হোসেনের ছেলে।
স্থানীয় শ্রমিকদের অভিযোগ, ইপিজেডে অবস্থিত এভারগ্রিন নামের একটি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে গত দুই দিন ধরে কর্মবিরতিতে ছিলেন শ্রমিকরা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন সোমবার রাতে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালেই হাজারো শ্রমিক ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, যা পরিণত হয় রণক্ষেত্রে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাবিব ইসলাম নিহত হন বলে দাবি করেছেন সহকর্মী শ্রমিকরা। নিহতের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের ক্ষোভ আরও বেড়ে যায় এবং তারা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে দেয়। ফলে ওই রুটে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম ফারহান জানান, "হাবিব নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে একটি ক্ষত ছিল। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।" তিনি আরও জানান, আহত অবস্থায় আরও ৮ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, "আমরা এখনো ঘটনাস্থলে আছি। লোকমুখে একজনের মৃত্যুর কথা শুনেছি, তবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।"
পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
১৫০ বার পড়া হয়েছে