ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সংলগ্ন স্বাধীন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম।
বক্তারা বলেন, “আসন্ন নির্বাচনকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না—তার জবাব রাজপথেই দেওয়া হবে।” তাঁরা আরও বলেন, “বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
১৪১ বার পড়া হয়েছে