সর্বশেষ

রাজনীতি

জাগপা নেতা খন্দকার লুৎফুর রহমান সন্ত্রাসী হামলায় আহত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমান রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিজয়নগর রোডে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত।

জানা গেছে, হামলার আগে খন্দকার লুৎফুর রহমান গণঅধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সড়ক পার হওয়ার সময় সন্ত্রাসীরা রামদা দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।

দলের একাংশের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, আহত অবস্থায় লুৎফুর রহমানকে তাৎক্ষণিকভাবে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, “রাজনৈতিক নেতাদের ওপর এই ধরনের বর্বরোচিত হামলা গভীর চক্রান্তের অংশ। আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এসব ঘটনা ঘটানো হচ্ছে।” তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম খন্দকার আহত নেতাকে দেখতে হাসপাতালে যান। উল্লেখ্য, খন্দকার লুৎফুর রহমানের নেতৃত্বাধীন জাগপার অংশটি বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের সক্রিয় অংশ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন