স্পেনে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবিতে ১৪০ জনের মৃত্যু

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি অভিবাসীবাহী নৌকা আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়ে ১৪০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, ঘটনার তিন দিন পর এ পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এবং ৭০টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো ৭৫ থেকে ৮০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নৌকাটিতে থাকা বেঁচে যাওয়া যাত্রীরা জানান, তারা আফ্রিকার গাম্বিয়া দেশ থেকে যাত্রা শুরু করেছিলেন, তাদের গন্তব্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। তবে ক্যানারি দ্বীপপুঞ্জের কাছাকাছি মৌরিতানিয়ার উপকূলে পৌঁছানোর পর দুর্ঘটনাটি ঘটে।
স্প্যানিশ মানবাধিকার সংস্থা ওয়াকিং বর্ডার জানিয়েছে, নৌকাটিতে প্রায় ১৬০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। সংস্থাটির নির্বাহী পরিচালক হেলেনা মালেনো স্পেনের টিভি চ্যানেল ক্যাডেনা সের-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "এই দুর্ঘটনাটি চলতি গ্রীষ্মের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়।"
বিপজ্জনক রুট, ভয়াবহ পরিণতি
আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমানোর অন্যতম প্রধান রুট হিসেবে ক্যানারি দ্বীপপুঞ্জকে বেছে নেন অনেক অভিবাসনপ্রত্যাশী। আটলান্টিক মহাসাগরের এই রুটটি অত্যন্ত বিপজ্জনক হলেও ইউরোপে পৌঁছাতে এটি একটি অপেক্ষাকৃত স্বল্প দূরত্বের পথ বলে বিবেচিত।
২০২৪ সালজুড়ে এখন পর্যন্ত প্রায় ৪৭,০০০ অভিবাসনপ্রত্যাশী এই রুট ব্যবহার করে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। তবে একই সময়কালে প্রাণ হারিয়েছেন ৭,৭৫০ জনেরও বেশি মানুষ। প্রতিবারের মতো এবারও নৌকাডুবির এই মর্মান্তিক ঘটনা আবারও স্মরণ করিয়ে দিলো, কী ভয়ংকর চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখোমুখি হচ্ছেন এসব মানুষ নিরাপদ জীবনের আশায়।
১৩৮ বার পড়া হয়েছে