সর্বশেষ

আন্তর্জাতিক

শুল্ক কমানোর প্রস্তাব দিতে ভারত দেরি করে ফেলেছে : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিলেও মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে “বিলম্বিত সিদ্ধান্ত” বলে মন্তব্য করেছেন।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “ওরা এখন শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু সময় ফুরিয়ে আসছে। বহু বছর আগেই এটা করা উচিত ছিল।”

ট্রাম্প অভিযোগ করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক এতদিন ধরে ছিল “একতরফা বিপর্যয়”। তিনি দাবি করেন, ভারত বিপুল পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলেও, আমেরিকান পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করে আসছে, যা মার্কিন ব্যবসার জন্য বড় বাধা।

ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে এবং রাশিয়ার তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ কর বসায়। ফলে ভারতের ওপর মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ।

রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়ে ভারতকে দায়ী করে ট্রাম্প বলেন, এতে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। যদিও নিজে তিনি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে বরাবরই অনাগ্রহী ছিলেন।

জবাবে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের “দ্বিমুখী মানদণ্ড”-এর সমালোচনা করেন। তিনি বলেন, “রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা চীন ও ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু তাদের ক্ষেত্রে একই নীতি প্রয়োগ করা হয়নি।”

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল সাফ জানিয়েছেন, দিল্লি কোনো চাপের কাছে নত হবে না এবং বরং নতুন বাজার খুঁজে নেওয়ার দিকেই মনোযোগী হবে। ভারত সরকারের অবস্থান, জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।

ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ নিয়ে নয়াদিল্লি আগে থেকেই কড়া অবস্থান নিয়েছিল। ভারত এসব শুল্ককে “অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছে।

সম্প্রতি মার্কিন ফেডারেল সার্কিট কোর্ট ট্রাম্পের আরোপিত অনেক শুল্ককে বেআইনি ঘোষণা করেছে, উল্লেখ করে যে, এসব আরোপের আইনি ক্ষমতা তার ছিল না। যদিও আপাতত এসব শুল্ক বহাল থাকছে, যাতে ট্রাম্প বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিতে পারেন।

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় কৃষি ও দুগ্ধ খাত এখনো বড় বাধা হয়ে আছে। ট্রাম্প চান, মার্কিন কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের জন্য ভারতীয় বাজারে বেশি প্রবেশাধিকার, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কৃষকদের স্বার্থে আপসহীন অবস্থান নিয়েছেন।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রই ছিল ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার। সে বছর ভারত মার্কিন বাজারে ৮৭.৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে।

ট্রাম্প বলেন, “আমরা ভারতের সঙ্গে অল্প ব্যবসা করি, অথচ তারা আমাদের বাজারে বিপুল পণ্য বিক্রি করে। আমরা তাদের সবচেয়ে বড় ক্রেতা, কিন্তু তারা এত শুল্ক বসিয়েছে যে, আমাদের ব্যবসা ভারতে টিকে থাকতে পারছে না।”

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন