সুদানে ভয়াবহ ভূমিধসে পুরো একটি গ্রাম নিশ্চিহ্ন, নিহত অন্তত ১ হাজার

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের মাররা পর্বতমালার তারসিন গ্রামে ভয়াবহ ভূমিধসে পুরো একটি গ্রাম মাটির নিচে চাপা পড়ে গেছে।
স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ)-এর বরাতে জানা গেছে, এতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। প্রাণে বেঁচেছেন মাত্র একজন।
ঘটনাটি ঘটে গত ৩১ আগস্ট, রোববার। কয়েক দিনের টানা ভারী বর্ষণের পর পাহাড় ধসে গ্রামটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এসএলএম/এ জানায়, ভূমিধসের ভয়াবহতা এতটাই ছিল যে পুরো গ্রামটি মাটির নিচে তলিয়ে গেছে। গ্রামটির বাসিন্দারা কেউই আর জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে, শুধুমাত্র একজন ব্যক্তি প্রাণে বেঁচে গেছেন।
তারসিন গ্রাম একসময় লেবু ও কমলা চাষের জন্য পরিচিত ছিল। এসএলএম/এ জানিয়েছে, এলাকাটির একটি বড় অংশ এই প্রাকৃতিক দুর্যোগে চিরতরে বিলীন হয়ে গেছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর প্রতি জরুরি সহায়তার আবেদন জানিয়েছে এসএলএম/এ। তবে চলমান রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধের কারণে উদ্ধারকাজে জটিলতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, সুদান বর্তমানে টানা তৃতীয় বছরের মতো ভয়াবহ গৃহযুদ্ধে জর্জরিত। দেশটির বিভিন্ন অঞ্চলে মানবিক সংকট চরমে পৌঁছেছে, বিশেষ করে দারফুরে খাদ্য সংকট ও সংঘর্ষের কারণে লাখো মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি বছরের মার্চে সেনাবাহিনী রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নেওয়ার পর দারফুরের এল-ফাশের অঞ্চলে সহিংসতা আরও বেড়ে যায়।
১৫১ বার পড়া হয়েছে