একযোগে ১০ বিচারকের বদলি

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১০ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই বদলির আদেশ দেওয়া হয়েছে। বদলিকৃত বিচারকদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বদলিকৃত বিচারকদের মধ্যে ক্রমিক নং ১ ও ২-এ উল্লেখিত কর্মকর্তাদের জেলা ও দায়রা জজ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২, ঢাকা-তে পদায়ন করা হয়েছে। বাকি কর্মকর্তাদের সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা অথবা দপ্তর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে ২ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিচারকরা তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
১১০ বার পড়া হয়েছে