লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ, গ্রেফতার ২

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই ব্যক্তিকে পুলিশ সোমবার (১ সেপ্টেম্বর) গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটে রোববার (৩১ আগস্ট) রাতে, লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ায়। ভুক্তভোগীর স্বামীর দাবি, তার স্ত্রী রাতের খাবার শেষে বাড়িতে একা ছিলেন। ওই সময় অজ্ঞাত দুই ব্যক্তি তার স্ত্রীকে ধর্ষণ করে। অভিযুক্তরা হলো, মো. ফয়সাল (২১), যিনি রূপসীপাড়া ইউনিয়নের মুসলিম পাড়ার মো. সোলেইমানের ছেলে, এবং মো. রাব্বি (২১), একই এলাকার ইসহাক সর্দারের ছেলে।
ভুক্তভোগীর স্বামী জানান, রাতে তিনি খামার কাজে ব্যস্ত থাকায় বাড়িতে ছিলেন না। ঘটনার সময় তার স্ত্রী বাড়িতে একা ছিলেন। পরে তিনি রাতে থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা চলমান। এ সময় তার অবস্থার অবনতির কারণে আলামত সংগ্রহের পাশাপাশি তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, ভুক্তভোগীকে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। সেখানে তার শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। গ্রেফতার দুই আসামিকে আজ আদালতেপাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
১৩২ বার পড়া হয়েছে