ইসরায়েলি তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের হামলা

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে এই তথ্য জানায় তারা। ইরানের বার্তা সংস্থা ‘মেহের নিউজ’ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, উত্তর লোহিত সাগরে অবস্থানরত ট্যাংকারটিকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এই হামলা ছিল ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি সামরিক প্রতিক্রিয়া।
মুখপাত্র আরও জানান, “ইসরায়েলি বাহিনী গাজায় অবরোধ ও গণহত্যা চালাচ্ছে। সেই প্রেক্ষাপটে, আমাদের নৌবাহিনী ইসরায়েলি স্বার্থকে লক্ষ্যবস্তু করে এই পদক্ষেপ নিয়েছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গাজায় যুদ্ধ শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এ ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে। লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচল বাধাগ্রস্ত করাই আমাদের লক্ষ্য।”
এদিকে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, সৌদি আরবের ইয়ানবু বন্দরনগরীর দক্ষিণ-পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী একটি ইসরায়েলি মালিকানাধীন ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে এখনো ইসরায়েল বা আন্তর্জাতিক কোনো নিরপেক্ষ সংস্থা এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
১৩৫ বার পড়া হয়েছে