দাপুটে জয় টাইগারদের, সিরিজ বাংলাদেশের

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নেদারল্যান্ডসকে মাত্র ১০৩ রানে গুটিয়ে দিয়ে কোনো চমক ছাড়াই দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
সোমবারের ম্যাচে ৯ উইকেট ও ৪১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় লিটন দাসের দল।
প্রথমে ব্যাট করে ডাচরা ১৭.৩ ওভারে অলআউট হয়ে যায় ১০৩ রানে। বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে কোনোরকম প্রতিরোধই গড়তে পারেনি সফরকারীরা। নাসুম আহমেদ ৩ উইকেট নিয়ে ছিলেন সবচেয়ে সফল। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট। মেহেদী হাসান ও তানজিম সাকিব পান একটি করে উইকেট। ডাচদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত, আর ভিক্রমজিৎ সিংয়ের ব্যাটে আসে ২৪ রান।
জয়ের জন্য ১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই ছিল নিয়ন্ত্রিত। ওপেনার পারভেজ হোসেন ইমন ২১ বলে ২৩ রান করে আউট হলেও বাকিটা সময় মাঠে রাজত্ব করেছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তামিম ৪০ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন, মারেন ৪টি চার ও ২টি ছক্কা। লিটন দাস অপরাজিত থাকেন ১৮ রানে।
দুই ম্যাচে টানা জয়ের ফলে সিরিজ এখন বাংলাদেশের দখলে। বাকি ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।
১০৯ বার পড়া হয়েছে