৭০ বছর ধরে কুষ্টিয়ার কুমারখালীতে রাস্তাটির অবস্থা বেহাল

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোঁপুকুরিয়া গ্রামে দীর্ঘ ৭০ বছর ধরে অবহেলিত রয়েছে রাস্তা।
এই রাস্তাটির দুরবস্থা এতটাই ভয়াবহ যে, সাধারণ যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, ভ্যানের ওপরই চালানো হয় ডেলিভারির কাজ। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোটের সময় স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানরা প্রতিশ্রুতি দেন রাস্তা সংস্কারের, কিন্তু ভোটের পর তাদের দেখা পাওয়া যায় না। ফলে রাস্তার পরিস্থিতি অব্যাহত থাকে অপরিবর্তিত।
সোঁপুকুরিয়া গ্রামের হ্যাপী খাতুন (৫০) বলেন, ‘রাস্তা এত খারাপ যে, ভ্যানের ওপরই ডেলিভারি করতে হয়। গাড়ি উল্টে যায়, অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে।’ তার স্বামী মিজানুল ইসলাম বলেন, ‘৭০ বছর ধরে এই রাস্তা খারাপ। কোথাও পাড় ভেঙে গেছে, কোথাও গর্ত। বৃষ্টিতে চলাচল করতে কষ্ট হয়। রোগী নিয়ে যায় অপ্রতুল যানবাহন, এই পরিস্থিতি এখনই বদলাতে হবে।’
প্রতিবেশীরা জানাচ্ছেন, এই দীর্ঘ সময়ে মাত্র একবার প্রায় ২০ বছর আগে স্থানীয় এক চেয়ারম্যান ইট দিয়ে রাস্তার আধা সংস্কার করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটাও ভেঙে পড়েছে। বর্তমানে খানাখন্দে ভরা এই রাস্তা হয়ে পড়েছে দুর্ভোগের কারণ। অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না, ফলে অসুস্থ মানুষদের জন্য খুবই কষ্টের বিষয়।
সোমবার বিকেলে গ্রামবাসীরা এই সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেন। বক্তারা বলেন, ‘৩০০-৪০০ পরিবারের জন্য এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। এই দীর্ঘ সময় ধরে রাস্তার জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত সংস্কারের দাবি জানানো হচ্ছে।’
একজন গৃহবধূ আকতারী বেগম বলেন, ‘৪০ বছর ধরে এই রাস্তার অবস্থা একই রকম। বিয়ের পর থেকে দেখছি, এ রাস্তায় চলাচল খুব কষ্টের। অনেক গাড়ি উল্টে যায়। আশপাশের অন্য সব রাস্তা পাকা হলেও আমাদের গ্রামের রাস্তা পাকা হয়নি।’
নবম শ্রেণির ছাত্রী রাশমি খাতুন বলেন, ‘উঁচু-নিচু রাস্তার কারণে ঝাঁকুনি হয়। বৃষ্টির সময় কাদা-পানি জমে যায়, দুর্ঘটনা ঘটে। দ্রুত এই রাস্তার সংস্কার প্রয়োজন।’
উপজেলা প্রকৌশলী নাজমুল হক জানান, এই রাস্তার সংস্কারের জন্য তালিকা পাঠানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ‘জনদুর্ভোগ কমাতে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে।’
১৫৩ বার পড়া হয়েছে