আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়েই চলছে, এখন পর্যন্ত ৫শ' ছাড়ালো

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে গত রোববার রাতে সৃষ্ট ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫০০ জনের প্রাণহানি ঘটেছে।
পাশাপাশি আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার মানুষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) ও বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। এর পর থেকে আরও তিনটি কম্পন অনুভূত হয়েছে, যার মাত্রা ৪.৫ থেকে ৫.২ ছিল।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করতে কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, কেবলমাত্র একটি গ্রামে ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, লাঘমান প্রদেশে ৮০ এবং নানগারহার প্রদেশে ৩৩০ জন আহত হয়েছেন, তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনার প্রদেশে।
তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্গম এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ এখনও সীমিত থাকার কারণে হতাহতের প্রকৃত সংখ্যা বেড়ে যেতে পারে। ভূমিধসের কারণে সাওকি ও নুর গাল জেলার প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজে বাধা তৈরি হচ্ছে।
আন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে ভূমিকম্পের ব্যাপক ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, স্থানীয় কর্মকর্তারা ও উদ্ধারকর্মীরা তৎপর রয়েছে। কেন্দ্রীয় ও আশপাশের প্রদেশ থেকে উদ্ধারকারী দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।
তালেবান সরকারও এক বিবৃতিতে ভূমিকম্পের কারণে প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও উল্লেখ করেছে।
১৩৯ বার পড়া হয়েছে