সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েল দাবি করেছে হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা গাজা নগরীতে বিমান হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেন, ‘ক্রুটিহীন’ভাবে এই অভিযান সম্পন্ন করা হয়েছে এবং তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতকে অভিনন্দন জানিয়েছেন।

তবে, হামাস থেকে এখনও আবু উবাইদার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। সংগঠনটি কেবল গাজার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আল-রিমাল এলাকায় এই হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন, নিহতদের মধ্যে শিশু রয়েছে।

এর আগে থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে। শনিবারের এই হামলাও সেই সিরিজের অংশ। রোববার কাৎজ আরও বলেন, গাজায় অভিযান তীব্র হলে আরও অনেক ‘অপরাধী সঙ্গী’কে লক্ষ্যবস্তু করা হবে। তিনি এর মাধ্যমে গাজা দখলের জন্য ইসরায়েলের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ব্যাপক হামলা চালায়, যার জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।

আবু উবাইদা ছিলেন হামাসের সামরিক শাখার শীর্ষকর্মী, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগেও সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

ইসরায়েলের দাবি স্বাধীনভাবে যাচাই করার সুযোগ এখনও মেলেনি।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন