ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ সোমবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ফলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বাড়তে পারে।
সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে সারাদেশেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।
পরবর্তী দুই দিনেও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের এক-দু’টি স্থানে বৃষ্টি হতে পারে। একই ধারা থাকবে বুধবারও।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই বৃষ্টি হচ্ছে এবং এই অবস্থা আরও অন্তত দুই দিন থাকতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত কম থাকলেও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
তিনি আরও জানান, ভারতে ওডিশা উপকূলে সৃষ্ট একটি লঘুচাপ ছত্তিশগড়ে সরে গিয়ে দুর্বল হয়ে পড়ায় বাংলাদেশের ওপর এর প্রভাব তেমন পড়েনি। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা অস্বস্তিকর পর্যায়ে পৌঁছেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে "ভারী বৃষ্টি" হিসেবে ধরা হয়। আগামী দুই দিনে চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে