সর্বশেষ

আন্তর্জাতিক

আফগানিস্তানের ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০, জরুরি সহায়তা চেয়েছে তালেবান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার (৩১ আগস্ট) রাতে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ২৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে, জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৭টা ১৭ মিনিটে (গ্রিনিচ মান সময় অনুযায়ী) আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ শহর থেকে ২৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে, এবং ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলা। এসব এলাকায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও অনেক দুর্গম এলাকার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

ভূমিকম্পের পরপরই কমপক্ষে দুটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে, যার মধ্যে একটি ছিল ৫.২ মাত্রার। আফটারশকগুলোর ফলে উদ্ধার তৎপরতা আরও কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে ভূমিধসের কারণে সাওকি জেলার দেওয়াহ গুল ও নূর গুল জেলার মাজার দারা এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।


আফগানিস্তানের ভারপ্রাপ্ত সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, “দুঃখজনকভাবে, আজ রাতের ভূমিকম্পে আমাদের পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।” তিনি জানান, স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ উদ্ধারকাজে অংশ নিয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকার ও আশপাশের প্রদেশ থেকেও সহায়তা দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এদিকে, এদিকে ভূমিকম্পের পর জরুরি সহায়তার জন্য আহ্বান জানিয়েছে দেশটির তালেবান। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে সহায়তা করার জন্য তালেবানের কর্মকর্তারা সহায়তা সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন।

কুনার প্রদেশের পুলিশ প্রধান বিবিসিকে জানিয়েছেন, বন্যা এবং ভূমিকম্পের পর আরও কয়েক দফা আফটার শকের কারণে ওই এলাকার রাস্তাগুলো বন্ধ রাখা হয়েছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন