প্রিমিয়ার লিগ : ম্যানসিটির হোঁচট, শীর্ষে লিভারপুল

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত সূচনা করলেও ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
প্রথম ম্যাচে উলভসকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও এরপর টানা দুই ম্যাচে হেরে বসেছে পেপ গার্দিওলার দল। সর্বশেষ রোববার রাতে ব্রাইটনের বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হার মানতে হয়েছে সিটিজেনদের।
অন্যদিকে অ্যানফিল্ডে নাটকীয় জয় তুলে নিয়ে টানা তৃতীয় জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। নতুন কোচ আর্নে স্লটের অধীনে আর্সেনালকে ১-০ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত ফর্মে আছে রেডরা।
ব্রাইটনের মাঠে ম্যাচের শুরুতে ছন্দে ছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৩৪তম মিনিটে ওমার মারমুশের পাস থেকে গোল করেন আর্লিং হল্যান্ড। এটি প্রিমিয়ার লিগে নরওয়েজিয়ান স্ট্রাইকারের ১০০তম ম্যাচে ৮৮তম গোল।
তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে ব্রাইটনের সমতা ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার জেমস মিলনার। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে ব্রাহান গ্রুদার দূরপাল্লার দুর্দান্ত শটে জয় নিশ্চিত করে ব্রাইটন। এই হারে তিন ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নেমে গেছে ম্যানসিটি।
অন্যদিকে অ্যানফিল্ডে আর্সেনালের বিপক্ষে গোলশূন্য উত্তেজনাকর লড়াইয়ে ৮৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে লিভারপুলকে জয় এনে দেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার দমিনিক সোবোসলাই। তার দুর্দান্ত গোলেই ১-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।
এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি (৭ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে আছে আর্সেনাল (৬ পয়েন্ট)।
১২১ বার পড়া হয়েছে