সর্বশেষ

আন্তর্জাতিক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা ২০ ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছে।

স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পে নানগারহার ও কুনার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল হওয়ায় কম্পন ছিল তীব্র। মূল ভূমিকম্পের পর আরও অন্তত তিনটি আফটারশক অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে।

আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ১১৫ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের কম্পন রাজধানী কাবুলেও অনুভূত হয়েছে, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গেছে।

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। উদ্ধারকাজ ও ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন