সর্বশেষ

সারাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

মামুনুর রশীদ বাবু. নওগাঁ
মামুনুর রশীদ বাবু. নওগাঁ

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আরোপের প্রতিবাদে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অতিরিক্ত ফি আরোপ সম্পূর্ণ অযৌক্তিক ও শিক্ষাবান্ধব নীতির পরিপন্থী। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা এমনিতেই আর্থিক চাপে রয়েছে। এখন হঠাৎ ফি বাড়ানোয় তারা আরও বিপদে পড়েছে।”

শিক্ষার্থীরা জানান, গত বছর ফরম পূরণ বাবদ বিভিন্ন বিভাগের ফি ছিল ২,২০০ থেকে ২,৩০০ টাকার মধ্যে, যেখানে এবছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩,৩০০ থেকে ৩,৫০০ টাকায়।

বক্তারা ফি বৃদ্ধির প্রতিবাদে ৯ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে:

অতিরিক্ত ফি প্রত্যাহার,
ইমপ্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ,
ফল পুনঃমূল্যায়ন ফি ১০০ টাকার মধ্যে সীমিত রাখা,
সনদ ফি সর্বোচ্চ ২০০ টাকা করা,
আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা প্রদান।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন:
“অযৌক্তিক ফি বৃদ্ধি মানি না, মানবো না”,
“ফি বৃদ্ধি প্রত্যাহার করো, করতে হবে”,
“একশন! একশন! ডাইরেক্ট একশন!”

মানববন্ধন ও সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ আকন্দ, হিসাববিজ্ঞান বিভাগের আজমাইন আহমেদ, মনিরুল ইসলাম শামীম, অন্তর হোসেন ও মিজানুর রহমান প্রমুখ।

অধ্যক্ষ সামসুল হক বলেন, “শিক্ষার্থীদের দাবি ও স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন