বিশেষ সম্মাননা পেলেন চলচ্চিত্র তারকা অপু বিশ্বাস

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অপু বিশ্বাসের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব, অভিনয়শিল্পী ও মডেলরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর সম্পাদক এম এ রাশেদ তালুকদার। সঞ্চালনা করেন স্টাফ রিপোর্টার মো. জাহেরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকাশক ও প্রধান সম্পাদক এ বি জিয়াউদ্দিন হোসেন এবং প্রধান আলোচক ছিলেন এখন টেলিভিশনের গবেষক মেজবাহ য়াযাদ।
দিনব্যাপী আয়োজনে ছিল কেক কাটা, আলোচনা সভা, সাংবাদিকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা।
চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় অপু বিশ্বাস ছাড়াও সম্মাননা পেয়েছেন মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনের আরও কয়েকজন—সামিরা ইসলাম রুনা, জান্নাতুল অনন্য অপ্সরা ও সাংবাদিক শরীফ সিরাজ।
১০৯ বার পড়া হয়েছে