সর্বশেষ

খেলা

নাটকীয় জয়ে বিদায়, ভারতের শিরোপায় দাগ কাটলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা নিশ্চিত করার পরও ভারতকে ম্যাচ শেষে কাঁদতে হলো।

রোববার নিয়মরক্ষার ম্যাচে টান টান উত্তেজনার এক লড়াইয়ে ইনজুরি টাইমের শেষ মিনিটে গোল করে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।

প্রথম পর্বে ভারতের কাছে ২-০ গোলে হারা অর্পিতারা আজকের ম্যাচে শোধ তোলেন চমকপ্রদ এক জয় দিয়ে। ম্যাচের নাটকীয়তা ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। ৮৮ মিনিটে ভারতের গোল করে ম্যাচে সমতা ফেরানোর পরও শেষ হাসি হেসেছে বাংলাদেশ।

জয়সূচক গোলটি করেন সুরভী আকন্দ প্রীতি। ইনজুরি সময়ের শেষ মুহূর্তে তার নেওয়া শট ভারতীয় গোলরক্ষকের হাত ফসকে সাইড পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। এরপর রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজান, আর আনন্দে মেতে ওঠে লাল-সবুজের মেয়েরা।

উত্তেজনায় ভরপুর ম্যাচ
খেলার শুরুটাও ছিল দুর্দান্ত। ম্যাচের প্রথম মিনিটেই পূর্ণিমা মারমার হেডে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর সপ্তম মিনিটে ভারত সমতায় ফেরে। ৩৬ মিনিটে আলপী আক্তারের গোলে আবার লিড নেয় বাংলাদেশ এবং ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধে সুরভী আকন্দ প্রীতি ৪৭ মিনিটে ব্যবধান ৩-১ করেন। কিন্তু এরপর শুরু হয় ভারতের প্রত্যাবর্তনের গল্প। ৬৫ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে একটি গোল করে তারা। পরে ৮৮ মিনিটে আরেকটি দূরপাল্লার শটে গোল করে ম্যাচে সমতা ফেরায় ভারত।

তবে জয় হাতছাড়া হয়নি বাংলাদেশের। ৩-৩ সমতা থাকার পর ইনজুরি সময়েই আসে সেই জয়সূচক গোল, যা ভারতীয় ফুটবলারদের কাঁদিয়ে মাঠ ছাড়তে বাধ্য করে।

আসরের চিত্র
চার দলের ডাবল রাউন্ড রবিন পদ্ধতির এই টুর্নামেন্টে ভারত ছয় ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ভুটানের বিপক্ষে একটি ম্যাচে পয়েন্ট হারিয়েই বাংলাদেশ শিরোপা লড়াই থেকে ছিটকে যায়। না হলে দুই দলেরই পয়েন্ট সমান হতো এবং শিরোপা নির্ধারিত হতো হেড টু হেড ও গোল ব্যবধানে।

তবে জয় দিয়ে আসর শেষ করায় উচ্ছ্বসিত বাংলাদেশ দল। আর এই জয়ের নায়ক সুরভী আকন্দ প্রীতি পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন