সর্বশেষ

শিক্ষা

রাকসু মনোনয়ন সংগ্রহকালে সভাপতির ওপর বোতল নিক্ষেপ

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদানকালে ইসলামী ছাত্রশিবিরের রাবি শাখার সভাপতির বুকে বোতল ছুড়ে মারার ঘটনা ঘটেছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বক্তব্য রাখার সময়, তার পাশে দাঁড়িয়ে থাকা রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বোতল নিক্ষেপ করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি ছাত্রদলের দিক থেকে সংঘটিত হয়েছে।

এ ঘটনার পর আজিজুর রহমান বলেন, ‘রাবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের অপপ্রচার চালানো হচ্ছে, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক। শিবির শান্তিপূর্ণভাবে মনোনয়ন নিতে এসেছে। অথচ রাকসু কার্যালয়ে তালা ও ভাঙচুর করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে।’

শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা কেউ দ্বন্দ্বে জড়াতে চাই না। যারা বোতল নিক্ষেপ করেছে, তাদের প্রতি আমাদের একটাই বার্তা— আমরা শক্তি প্রদর্শনে আসিনি। মনোনয়নপত্র তুলে আমরা চলে যাব।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদলকে আমরা প্রতিপক্ষ নয়, বন্ধু মনে করি। তাদের যৌক্তিক দাবির প্রতি শ্রদ্ধা জানাই। তবে শক্তির নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, তা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।’

এর আগে সকাল ৯টা থেকে রাকসু কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১০টার দিকে তারা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে ও তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর সেখানে সাধারণ শিক্ষার্থীরাও জড়ো হতে থাকেন। দুপুর ১টার দিকে তালা ভেঙে তারা রাকসুর কার্যালয়ে প্রবেশ করেন এবং মনোনয়ন বিতরণ কার্যক্রম পুনরায় শুরু হয়।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন