ডাকসু নির্বাচন: প্রতিদ্বন্দ্বীর রিটকে স্বাগত ফরহাদের

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট'-এর প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
রোববার (৩১ আগস্ট) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন।
রিটটি দায়ের করেছেন বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। তিনি রিটে অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত থেকে এস এম ফরহাদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই তার প্রার্থিতা অবৈধ ঘোষণা ও বাতিলের দাবি জানানো হয়েছে।
রোববার সকালে রিটের প্রাথমিক শুনানিতে ফাহমিদার পক্ষে দাঁড়ান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি তাৎক্ষণিক শুনানির অনুরোধ জানালেও আদালত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় শুনানির সময় নির্ধারণ করেন।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মো. শিশির মনির, যিনি অতীতে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন।
এদিকে রিট দায়ের করায় প্রতিপক্ষ প্রার্থী ফাহমিদা আলমকে শুভেচ্ছা জানিয়েছেন এস এম ফরহাদ। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন,
“আমার প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ছবির এডিট, ভিডিও অপপ্রচার না করে আইনি পথে আসাটা ইতিবাচক।”
তিনি আরও বলেন,
“বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়ে আমাদের পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। রিটে ফরহাদের প্রার্থিতা স্থগিত চেয়ে অন্তর্বর্তী আদেশ এবং পরে তা বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
১১৪ বার পড়া হয়েছে