সর্বশেষ

শিক্ষা

চার ঘণ্টা বিরতির পর ফের শুরু রাকসু মনোনয়ন উত্তোলন

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চার ঘণ্টার বন্ধের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন পুনরায় শুরু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা প্রথমে মনোনয়নপত্র তোলে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার মনোনয়ন উত্তোলন করেন।

এর আগে সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতির কারণে মনোনয়নপত্র উত্তোলন বন্ধ ছিল। নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ছাত্রদল কোষাধ্যক্ষ কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। বেলা ১১টার দিকে সালাউদ্দিন আম্মার মনোনয়ন তুলতে গেলে ছাত্রদলের বাধার মুখে পড়েন। এতে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাধারণ শিক্ষার্থী ও সালাউদ্দিন আম্মারের সমর্থকরা তালা ভেঙে কোষাধ্যক্ষ কার্যালয়ে প্রবেশ করেন দুপুর সোয়া ১টার দিকে। পরে দুপুর ২টার পর থেকে আবার মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

উত্তপ্ত পরিস্থিতি, অবস্থান কর্মসূচিতে ছাত্রদল
এদিকে মনোনয়নপত্র বিতরণ পুনরায় শুরু হলেও কোষাধ্যক্ষ কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছে ছাত্রদল। তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীরাও কার্যালয়ের ভেতর ও বাইরে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দুই পক্ষের অবস্থানে উত্তেজনা রয়ে গেছে।

রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানান, মনোনয়নপত্র বিতরণ পুনরায় শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা মনোনয়ন তুলছেন। তবে নির্বাচন পেছানো হবে কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কমিশনের বৈঠক শেষে তা জানানো হবে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ছাত্রদল ২৮টি পদে প্রার্থী দিতে মনোনয়ন তুললেও তারা নির্বাচনের সময় আরও পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট ১০ দিন পিছিয়ে দেয়। এখন পর্যন্ত অন্তত ৫০০ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন