চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশে ১৪৪ ধারা জারি

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে শুরু হয়ে এই আদেশ বলবৎ থাকবে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত।
এক প্রজ্ঞাপনে উপজেলা প্রশাসন জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব প্রান্ত থেকে রেলগেট পর্যন্ত উভয় পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে ওই এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত এবং আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে অবস্থান করাও নিষিদ্ধ।
সংঘর্ষের পেছনে কী ঘটেছিল?
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থী বাসায় ফিরলে ২ নম্বর গেট সংলগ্ন শাহাবুদ্দীন ভবনের দারোয়ানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। শিক্ষার্থীর অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যেই বাসায় ফিরলেও দারোয়ান গেট খুলতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে সহপাঠীরা গেট খুলতে বাধ্য করলে দারোয়ান ওই শিক্ষার্থীর সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আমি রাত ১১টা ২০ মিনিটে বাসায় আসি। গেট বন্ধ ছিল, অনেকক্ষণ ডাকাডাকির পরও দারোয়ান গেট খুলছিলেন না। একপর্যায়ে সহপাঠীরা দরজা খুলতে বাধ্য করলে তিনি আমার ওপর চড়াও হন, গায়ে হাত তোলেন এবং ঘাড়ে চড় মারেন।”
এই ঘটনার পর রোববার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এবং অভিযুক্ত দারোয়ানের শাস্তির দাবি জানায়। একপর্যায়ে শিক্ষার্থীরা রাতের ঘটনার প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে গেলে স্থানীয়রাও লাঠিসোটা নিয়ে জড়ো হয়, ফলে আবারও উভয়পক্ষে উত্তেজনা দেখা দেয়।
উপ-উপাচার্য আক্রান্ত, আহত অন্তত ২০ জন
সংঘর্ষ নিয়ন্ত্রণে এগিয়ে যান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তবে স্থানীয়দের ধাওয়ার মুখে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
১৬৪ বার পড়া হয়েছে