সর্বশেষ

আইন-আদালত

ডাকসু নির্বাচন: ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ রিটের শুনানি মঙ্গলবার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এই রিটটি করেন। রিটে ফরহাদের প্রার্থিতা বৈধ নয় বলে দাবি করা হয়।

রোববার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসান আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।

আদালতের রোববারের কার্যতালিকার ২৮৫ নম্বর ক্রমিকে রিটটি শুনানির জন্য নির্ধারিত ছিল। তবে বিচারকদের ব্যস্ত সময়সূচির কারণে তাৎক্ষণিক শুনানি সম্ভব না হওয়ায় পরবর্তী দিন নির্ধারণ করা হয়।

রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এদিকে, ডাকসু নির্বাচনের প্রচার ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন