বাংলাদেশ বিরোধী রাজনৈতিক শক্তির স্থান নেই : এনসিপি নেতা সরোয়ার

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, "৫ আগস্টের পর শুধুমাত্র বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিরাই দেশের রাজনীতিতে টিকে থাকবে। যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।"
শনিবার (৩০ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ের ‘পিজ্জা মিলান’ সেন্টারে জেলা এনসিপি আয়োজিত “উঠানে নতুন সংবিধান” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার তুষার আরও বলেন, "স্বাধীনতার পক্ষে যারা অবস্থান নেবেন, তারাই বাংলাদেশের প্রকৃত বন্ধু। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি—দুই দলই দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য হুমকি। আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী সন্ত্রাসী গোষ্ঠী এবং জাতীয় পার্টি হচ্ছে তাদের সহায়ক শক্তি। এই দুই দলকেই নিষিদ্ধ করতে হবে।"
সম্প্রতি ঢাকা শহরে সংঘটিত একটি ঘটনার প্রেক্ষিতে সরোয়ার তুষার বলেন, "নুরুল হক নুরের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তার শরীরে গুরুতর আঘাত লেগেছে এবং তিনি এখনো হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এটি শুধুমাত্র নুরুল হকের ওপর নয়, গণতন্ত্রকামী জনগণের ওপরই একটি বর্বর হামলা। এই ঘটনার পেছনে যাদের নির্দেশনা ছিল—পুলিশ বা সেনাবাহিনীর—তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।"
তিনি অভিযোগ করে বলেন, "জাতীয় পার্টির নেতারা ভারত সফর করে এসে বলেছেন তারা কাদের সঙ্গে দেখা করেছেন তা প্রকাশ করবেন না। এই বক্তব্য প্রমাণ করে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন।"
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজিমামুল ইসলাম, মেসবাহ কামাল, সাতক্ষীরা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়ক এস কে আহসান উল্লাহ, অধ্যক্ষ আকতারুজ্জামান, এবং জুলাই যোদ্ধা রাদিদ হাসান প্রমুখ।
১২৮ বার পড়া হয়েছে