চবিতে আবারও সংঘর্ষ, প্রক্টরসহ অনেকে আহত

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৭:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে এই সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও গণমাধ্যমকর্মী আরাফকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে।
চবি চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. লিখন রাজ জানান, "গতকাল রাতে আমাদের ওপর প্রথম দফায় হামলা চালানো হয়। আজ দুপুর ১২টার দিকে সমঝোতার জন্য গেলে আবারও আমাদের ওপর আক্রমণ করা হয়। এতে অনেকেই আহত হয়েছে।"
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংঘর্ষ থামাতে মধ্যস্থতা করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
১৯৩ বার পড়া হয়েছে