সর্বশেষ

রাজনীতি

রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, ভাংচুর

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের চেয়ার-টেবিল ভাঙচুর করতে দেখা যায়, যার ফলে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি। আজই ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন।

কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হয়ে চেয়েছি’, ‘প্রথম বর্ষের ভোটাধিকার দিতে হবে’, ও ‘লড়তে হলে লড়ব, ভোটাধিকার নিয়ে যাব’—এই স্লোগানগুলো দেন।

প্রত্যক্ষদর্শী ও সংগঠনটির সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রদল। আজ সকালে তারা রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের দপ্তর ঘেরাও করে অবস্থান নেয় এবং ওই কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থীরা রাকসু ফি দিলেও তাদের ভোটার তালিকায় রাখা হয়নি। আমরা এই বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

ছাত্রদলের এ দাবির প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইউট্যাব)-এর সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, “নির্বাচনের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের এবং অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রনেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। ছাত্রদল যে দাবিতে আন্দোলন করছে, তা যৌক্তিক। আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।”

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, রোববার ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন