নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
রোববার (৩১ আগস্ট) সকালে সাংবাদিকদের তিনি বলেন, “নুরের অবস্থা আগের চেয়ে ভালো হলেও এখনো কিছু জটিলতা রয়েছে। তার শরীরে চারটি গুরুতর সমস্যা শনাক্ত হয়েছে—নাক ও চোয়ালের হাড় ভেঙে যাওয়া, চোখে গুরুতর আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ।”
পরিচালক আরও জানান, নুরের সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্ট আশাব্যঞ্জক এসেছে। মস্তিষ্কে রক্তক্ষরণ কমতে শুরু করেছে এবং তিনি ধীরে ধীরে ট্রমা থেকে সেরে উঠছেন। তার চিকিৎসা একটি ছয় সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৩০ আগস্ট) রাতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নুর। আহত অবস্থায় তাকে দ্রুত ঢামেকে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
১৫০ বার পড়া হয়েছে