বিয়েতে বরকনের ‘উকিল বাপ’ থাকা কতটুকু শরিয়ত ভিত্তিক

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৫:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিয়ের সময় ‘উকিল বাপ’ নামক একটি প্রচলিত সামাজিক প্রথা ইসলামের দৃষ্টিতে ভিত্তিহীন বলে জানিয়েছেন ইসলামি বিশেষজ্ঞরা।
তারা বলছেন, ইসলামী শরিয়তে কনের অভিভাবক হিসেবে তার পিতা সবচেয়ে বেশি অধিকার রাখেন। পিতা জীবিত থাকলে তিনিই একমাত্র অভিভাবক হিসেবে বিবেচিত হবেন। পিতার অনুপস্থিতিতে শরিয়তের নির্ধারিত নিয়ম অনুসারে আত্মীয়দের মধ্য থেকে অভিভাবক নির্ধারণের বিধান রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পিতার নির্দেশে বা অনুমতিতে বিয়ের প্রস্তাব গ্রহণ বা ইজাব-কবুল সম্পন্ন করার জন্য কাউকে প্রতিনিধি নিয়োগ করা হলে তাকেই শরিয়তের পরিভাষায় 'উকিল' বলা হয়। এই উকিল কেবল একজন প্রতিনিধি, কোনোভাবেই কনের অভিভাবকের স্থান গ্রহণ করতে পারেন না।
তারা আরও বলেন, উকিল যদি কনের গায়রে মাহরাম (বিবাহযোগ্য) ব্যক্তি হন, তাহলে উকিল হওয়ার মাধ্যমে তাদের মাঝে কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে না। বরং বিয়ে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই উকিলের দায়িত্ব শেষ হয়ে যায়।
ইসলামি চিন্তাবিদদের পরামর্শ, শুধু সামাজিকতা বা লোকলজ্জার কারণে কনের জীবনে উকিলের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক রাখা—যেমন দেখা-সাক্ষাৎ, আনুষ্ঠানিকতা ইত্যাদি—শরিয়তের দৃষ্টিতে অনুচিত এবং কখনো কখনো তা হারামের পর্যায়ে চলে যেতে পারে।
তাদের আহ্বান, প্রয়োজন ছাড়া গায়রে মাহরাম কাউকে উকিল বানানো এবং পরে তাকে ‘উকিল বাপ’ হিসেবে সামাজিক মর্যাদা দেওয়া থেকে বিরত থাকা উচিত। ইসলামী বিধান অনুসরণ করেই বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পন্ন করা সব মুসলিমের দায়িত্ব।
১৪৭ বার পড়া হয়েছে