সর্বশেষ

খেলা

নারী ফুটসাল র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৪৪তম, ভারতের চেয়েও অনেক এগিয়ে

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৪:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিফা নারী ফুটসাল র‌্যাংকিংয়ে উজ্জ্বল উপস্থিতি দেখিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৪৪ নম্বরে, যেখানে প্রতিবেশী ভারত রয়েছে ৮৭তম স্থানে।

শুক্রবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এই র‌্যাংকিং প্রকাশ করে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সম্প্রতি ফুটসাল খেলার উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে। দেশের ইতিহাসে এবারই প্রথম গঠন করা হচ্ছে পুরুষ ফুটসাল জাতীয় দল। দলকে প্রস্তুত করতে ইতোমধ্যেই একজন ইরানি কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। তবে এখনও আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ায় ফিফার র‌্যাংকিংয়ে নেই বাংলাদেশের পুরুষ ফুটসাল দল।

নারী ফুটসালে বাংলাদেশের র‌্যাংকিংয়ে থাকা অনেকের কাছেই অজানা ছিল। মূলত ২০১৮ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি নারী ফুটসাল এশিয়া কাপে অংশ নেওয়ার মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক ঘটে সাবিনা খাতুনদের। তবে ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বেই হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র নারী ফুটসাল টুর্নামেন্টে অংশগ্রহণ।

উল্লেখ্য, এএফসি ২০১৫ সালে প্রথমবারের মতো নারী ফুটসাল এশিয়া কাপ আয়োজন করে। তিন বছর পর ২০১৮ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর, যেখানে সরাসরি মূলপর্বে খেলে বাংলাদেশ। ১৫টি দল অংশ নেওয়ায় সে আসরে কোনো বাছাই পর্ব ছিল না। দীর্ঘ সাত বছর পর ২০২৫ সালে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের তৃতীয় আসর।

এদিকে পুরুষ দলকে আন্তর্জাতিক ফুটসালে অভিষেক করানোর প্রস্তুতি নিচ্ছে বাফুফে। এশিয়ান কাপ ফুটসালের বাছাই পর্ব দিয়েই শুরু হবে তাদের পথচলা।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন