গোল বাতিলের হ্যাটট্রিক, তবু জয় নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৪:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লা লিগার চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ এবার হারাল মায়োর্কাকে। তবে ২-১ গোলের জয়টি যতটা সহজ দেখায়, বাস্তব চিত্রটি ছিল অনেকটাই নাটকীয়।
ম্যাচে তিন-তিনটি গোল বাতিল হলেও শেষমেশ কাঙ্ক্ষিত জয় পেয়েই মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।
খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখেছিল রিয়াল। মাত্র ৫ মিনিটেই কিলিয়ান এমবাপ্পে গোল করেন, তবে অফসাইডের কারণে ভিএআরের কল্যাণে বাতিল হয় সেই গোল। প্রথমার্ধেই আরেকটি গোল হারান এই ফরাসি তারকা, একই কারণে।
প্রতিপক্ষের রক্ষণভাগ ব্যস্ত থাকলেও ১৮ মিনিটে উল্টো গোল খেয়ে বসে রিয়াল। মায়োর্কার হয়ে গোল করেন ভেদাত মুরিকি।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সমতায় ফেরার জন্য। ৩৫ মিনিটে ডিন হাউসেনের পাস থেকে হেডে গোল করেন তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের। এর এক মিনিট পরেই ভিনিসিয়ুস জুনিয়রের একক প্রচেষ্টায় আসে জয়সূচক গোল।
ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি আসে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে ফের জালে বল পাঠান গুলের, তবে তার আগে বল লেগেছিল তার হাতে। ভিএআরে তা ধরা পড়ে এবং গোল বাতিল হয়ে যায়। এ নিয়ে রিয়ালের গোল বাতিল হয় মোট তিনটি।
তবে শেষমেশ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ, যা তাদের লিগ টেবিলের শীর্ষে নিয়ে এসেছে। লা লিগায় টানা তিন ম্যাচে জয় তুলে নেওয়ার ফলে ৯ পয়েন্ট নিয়ে তারা পেছনে ফেলেছে বার্সেলোনা, ভিয়ারিয়াল ও অ্যাথলেটিক বিলবাওকে, যারা প্রত্যেকেই একটি করে ম্যাচ কম খেলেছে এবং রয়েছে ৬ পয়েন্টে।
গোল বাতিলের হ্যাটট্রিক হলেও জয় বাতিল হয়নি — রিয়াল মাদ্রিদের জন্য এটাই বড় প্রাপ্তি।
১৪৩ বার পড়া হয়েছে