গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৭৭ ফিলিস্তিনি নিহত

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৪:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ৪৭ জনই গাজা সিটির বাসিন্দা বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। এছাড়া রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাণ হারিয়েছেন ১১ জন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর টানা বোমাবর্ষণ এবং জোরপূর্বক উচ্ছেদ অভিযান থেকে বাঁচতে গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন শত শত ফিলিস্তিনি। তারা হাতে গোনা সামান্য মালপত্র নিয়ে ট্রাক, ভ্যান কিংবা গাধার গাড়িতে করে এলাকা ত্যাগ করছেন।
নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে, দেইর আল-বালাহ এলাকার কাছে বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাবু গেড়েছেন। এদের অনেকেই ইতোমধ্যে একাধিকবার ঘরছাড়া হয়েছেন।
গেল আগস্টের শুরু থেকে গাজা সিটিতে হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ আশঙ্কা প্রকাশ করেছে, শহর দখল ও প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার পরিকল্পনার অংশ হিসেবেই এ অভিযান চালানো হচ্ছে।
গত শুক্রবার ইসরাইল জানায়, তারা গাজা সিটির ওপর ‘প্রাথমিক দখল অভিযান’ শুরু করেছে এবং পুরো শহরকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করেছে।
এদিকে শনিবার একদিনেই আবাসিক ভবনে বোমাবর্ষণসহ বিভিন্ন হামলায় সাতজন নিহত হন। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা।
গাজা থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, “গাজা নগরীর ওপর হামলা বেড়েই চলেছে। ঘরবাড়ি, কমিউনিটি সেন্টার, জীবনের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ দুর্ভিক্ষ, খাদ্যসংকট ও পানির অভাবের মধ্যে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতি ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে।”
১৬১ বার পড়া হয়েছে