সর্বশেষ

সারাদেশ

যশোরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৩:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৪০) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডে হবি চিড়ার মিলের সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম চালুয়াহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আশরাফুল আতাউরের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় হঠাৎ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ঘিরে ফেলে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বুকে ছুরিকাঘাত হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন বলেন, "ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন